যিশাইয় 44:16 - পবিত্র বাইবেল O.V. (BSI)16 সে তাহার এক অংশ আগুনে পোড়ায়, অন্য অংশ দ্বারা মাংস [পাক করিয়া] ভোজন করে, শূল্যমাংস প্রস্তুত করিয়া তৃপ্ত হয়, আবার আগুন পোহাইয়া বলে, আহা, আমি আগুন পোহাইলাম, আগুনের তাপ লইলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 সে তার একটি অংশ আগুনে পোড়ায়, অন্য অংশ দ্বারা গোশ্ত রান্না করে ভোজন করে, শূল্যমাংস প্রস্তুত করে তৃপ্ত হয়, আবার আগুন পোহায়ে বলে, আহা, আমি আগুন পোহালাম, আগুনের তাপ নিলাম! অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 অর্ধেক কাঠ দিয়ে সে আগুন জ্বালায়, তার উত্তাপে সে রান্না খাবার করে, মাংস ঝলসে নিয়ে সে তা দিয়ে উদরপূর্তি করে। আবার সে আগুনের তাপ নেয় ও বলে, “আহা! আমি উষ্ণ হয়েছি, আগুনের তাপ নিচ্ছি।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 গাছের কিছু অংশ দিয়ে সে আগুন জ্বেলে মাংস ঝলসে খায় এবং তৃপ্ত হয়। আবার সেই আগুনে সে হাত পা গরম করে, আর বলে আঃ! কি আরাম! কী সুন্দর আগুন! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 অর্ধেক কাঠ লোকে আগুন জ্বালার কাজে ব্যবহার করে। লোকে মাংস রান্না করতে আগুন ব্যবহার করে। তারপর সেটা খায় পেট ভরা পর্যন্ত। লোকে নিজেকে গরম রাখতে কাঠ জ্বালায়। লোকে বলে, “ভালো। আমি এখন উষ্ণ। আগুন থেকে আলো আসায় আমি দেখতেও পাচ্ছি।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 সে কাঠের এক ভাগ দিয়ে আগুন জ্বালায়, তারপর তার ওপর তার মাংস ঝলসে নেয়। সে খায় এবং সন্তুষ্ট হয়। সে নিজে আগুন পোহায় এবং বলে, “আহা, আমি আগুন পোহালাম, আমি তাপ নিরীক্ষণ করলাম।” অধ্যায় দেখুন |