যিশাইয় 43:19 - পবিত্র বাইবেল O.V. (BSI)19 দেখ, আমি এক নূতন কার্য্য করিব, তাহা এখনই অঙ্কুরিত হইবে; তোমরা কি তাহা জানিবে না? এমন কি, আমি প্রান্তরমধ্যে পথ, ও মরুভূমিতে নদনদী করিয়া দিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 দেখ, আমি একটি নতুন কাজ করবো তা এখনই অঙ্কুরিত হবে; তোমরা কি তা জানবে না? এমন কি, আমি মরুভূমির মধ্যে পথ ও মরুভূমিতে নদনদী করে দেব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 দেখো, আমি নতুন এক কাজ করতে চলেছি! তা এখনই শুরু হবে; তোমরা কি তা বুঝতে পারবে না? আমি মরুভূমির মধ্য দিয়ে পথ ও প্রান্তরের মধ্য দিয়ে নদনদী তৈরি করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 দেখ, আমি এক নতুন কর্ম করতে চলেছি, সূত্রপাত হয়ে গেছে তার এবার তুমি দেখবে সে কাজ! মরুপ্রান্তরের মাঝখান দিয়ে আমি নির্মাণ করব এক রাজপথ প্রবাহিত করব সেখানে নদী-নির্ঝর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 কেন না এখন আমি নতুন কিছু করব। এখন তোমরা নতুন গাছের মতো বেড়ে উঠবে। তোমরা নিশ্চিত ভাবেই জান এটা সত্য। সত্যিই আমি মরুভূমিতে রাস্তা বানাব। শুষ্ক জমিতে সত্যিই আমি নদী তৈরী করব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 দেখ, আমি একটা নতুন কাজ করতে যাচ্ছি। তা এখনই শুরু হবে আর তোমরা তা জানতে পারবে না। আমি প্রান্তরের মধ্যে পথ করব আর মরুপ্রান্তে নদী বইয়ে দেব। অধ্যায় দেখুন |