যিশাইয় 42:9 - পবিত্র বাইবেল O.V. (BSI)9 দেখ, পূর্ব্বকার বিষয় সকল সিদ্ধ হইল; আর আমি নূতন নূতন ঘটনা জ্ঞাত করি, অঙ্কুরিত হইবার পূর্ব্বে তোমাদিগকে তাহা জানাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 দেখ, আগের বিষয়গুলো সিদ্ধ হল; আর আমি নতুন নতুন ঘটনা জানাই, ঘটবার আগে তোমাদের তা জানাই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 দেখো, পূর্বের বিষয়গুলি পূর্ণ হয়েছে এবং নতুন সব বিষয় আমি ঘোষণা করছি; সেগুলি ঘটবার পূর্বেই আমি সেগুলি তোমাদের কাছে ঘোষণা করছি।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 আমার ভবিষ্যদ্বাণী হয়েছে সফল। এবার আমি বলব অনেক নতুন ঘটনার কথা যে ঘটনা ঘটে নি এখনও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 শুরুতেই আমি বলেছিলাম, কিছু একটা ঘটবে। এবং ঐসব জিনিস ঘটেছিল। এবং এখন অন্য কিছু ঘটার আগেই, তোমাদের আমি ভবিষ্যতে কি ঘটবে সে সম্বন্ধে জানাব।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 দেখ, আগেকার ঘটনাগুলো ঘটে গেছে আর এখন আমি নতুন ঘটনার কথা ঘোষণা করব; সেগুলো ঘটবার আগেই তোমাদের কাছে তা জানাচ্ছি।” অধ্যায় দেখুন |