যিশাইয় 41:2 - পবিত্র বাইবেল O.V. (BSI)2 কে পূর্ব্বদিক হইতে এক জনকে উত্তেজিত করিল? তিনি ধর্ম্মশীলতায় তাহাকে ডাকিয়া আপনার অনুগামী করেন; তিনি জাতিগণকে তাহার সম্মুখে দিবেন, রাজগণের উপরে তাহাকে কর্ত্তৃত্ব করাইবেন, তিনি তাহাদিগকে ধূলির ন্যায় তাহার খড়্গের সম্মুখে দিবেন, চালিত নাড়ার ন্যায় তাহার ধনুকের সম্মুখে দিবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 কে পূর্বদিক থেকে এক জনকে উত্তেজিত করলো? তিনি ধর্মশীলতায় তাকে ডেকে নিজের অনুগামী করেন; তিনি জাতিদেরকে তার সম্মুখে দেবেন, বাদশাহ্দের উপর তাকে কর্তৃত্ব করাবেন, তিনি ধূলির মত তাদেরকে তার তলোয়ারের সম্মুখে দেবেন, বাতাসে ওড়া নাড়ার মত তার ধনুকের সম্মুখে দেবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 “পূর্বদিক থেকে একজনকে কে উত্তেজিত করেছে, যাকে তাঁর সেবার জন্য ন্যায়সংগতভাবে আহ্বান করা হয়েছে? তিনি জাতিসমূহকে তাঁর হাতে সমর্পণ করেন এবং রাজাদের তাঁর সামনে অবনত করেন। তাঁর তরোয়ালের দ্বারা তিনি তাদের ধুলায় মেশান, তাঁর ধনুকের দ্বারা উড়ে যাওয়া তুষের মতো করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 পূর্বদেশ থেকে কে এনেছিল সেই বিজেতাকে? কে তাকে বিজয়ী করেছিল সর্বত্র? কে তাকে দান করেছিল জয়মাল্য নৃপতিবৃন্দ ও জাতিবৃন্দের উপরে? তার তরবারি আঘাত হেনেছিল তাদের উপর নিতান্ত অবহেলায় যেন তারা ধূলিকণা, তার শরজাল বাতাসের মুখে খড়ের মত উড়িয়ে দিয়েছিল তাদের। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 আমাকে এইসব প্রশ্নগুলির উত্তর দাও: পূর্ব থেকে আসা লোকটিকে কে জাগিয়েছিল? তিনি যেখানেই যান, ন্যায় তাঁর সঙ্গে আছে। তিনি তাঁর তরবারি দিয়ে জাতিগুলিকে পরাস্ত করেন। তারা ধূলো বালিতে পরিণত হয়। তিনি তাঁর ধনুকের সাহায্যে রাজাদের পরাজিত করেন। তারা বাতাসে উড়ে যাওয়া খড়কুটোর মতো পালিয়ে যায়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 কে পূর্ব দিক থেকে এক জনকে উত্তেজিত করল? কে তাকে ধার্ম্মিকতায় ডেকে তার অনুগামী করেন? তিনি তার হাতে জাতিদের তুলে দেন এবং রাজাদের পরাস্ত করতে তাকে সক্ষম করে তোলেন। তার তরোয়াল দিয়ে সে তাদের ধূলোর মত করবে আর তার ধনুকের সঙ্গে বায়ুতাড়িত খড়ের মত করেন। অধ্যায় দেখুন |