যিশাইয় 38:20 - পবিত্র বাইবেল O.V. (BSI)20 সদাপ্রভু আমার পরিত্রাণ করিতে [সম্মত]; অতএব আমার সঙ্গীত-মালা আমরা তারযুক্ত যন্ত্রে গান করিব, যত দিন জীবিত থাকি, সদাপ্রভুর গৃহে গাহিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 মাবুদ আমাকে নিস্তার করবেন; এবং আমরা তারযুক্ত যন্ত্রে কাওয়ালী গাইব, যত দিন জীবিত থাকি, মাবুদের গৃহে গাইব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 সদাপ্রভু আমাকে রক্ষা করবেন, আমরা জীবনের সমস্ত দিন সদাপ্রভুর মন্দিরে তারের বাদ্যযন্ত্রে গান গাইব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 আরোগ্য দান করেছ আমায় হে প্রভু পরমেশ্বর বীণার ঝঙ্কারে মোরা গাইব তোমার স্তুতিগান। তোমারই মন্দিরে মোরা গাইব তোমার স্তুতিগান যতদিন থাকে এ দেহে জীবন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 তাই আমি বলি: “প্রভু আমাকে রক্ষা করেছেন। তাই আমরা প্রভুর মন্দিরে জীবনভর গান গেয়ে এবং গান বাজিয়ে যাব।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 সদাপ্রভু আমাকে রক্ষা করেছেন এবং সেইজন্য আমাদের জীবনের সমস্ত দিন গুলোতে সদাপ্রভুর ঘরে তারের বাজনার সাথে আমরা গান গাইব। সমস্ত দিন আমি সদাপ্রভুর ঘরে থাকবো। অধ্যায় দেখুন |