যিশাইয় 24:22 - পবিত্র বাইবেল O.V. (BSI)22 তাহাতে তাহারা কূপে একত্রীকৃত বন্দিগণের ন্যায় একত্রীকৃত হইবে, ও কারাগারে বদ্ধ হইবে, পরে অনেক দিত গত হইলে তাহাদের তত্ত্ব লওয়া যাইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তাতে তাদের জেলখানার গর্তে একসঙ্গে রাখা বন্দীদের মত একত্রে রাখা হবে ও কারাগারে বন্দী করে রাখা হবে, পরে অনেক দিন গত হলে তাদের খোঁজ-খবর নেওয়া যাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 অন্ধকূপে যেমন বন্দিদের আবদ্ধ রাখা হয়, তাদেরও তেমনই একত্র করে রাখা হবে; তাদের কারাগারে রুদ্ধ করে রাখা হবে, আর অনেক দিন পরে তাদের মুক্ত করা হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 তিনি সমস্ত রাজাকে একটি খাতের মধ্যে জমা করবেন। তারপর তাদের কারাগারে বন্দী করে রাখবেন যতদিন না তাদের শাস্তির জন্য নিরূপিত কাল উপস্থিত হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 তখন বহু মানুষ একত্রিত হবে। তাদের মধ্যে কেউ আছে ভূগর্ভস্থ কয়েদে বদ্ধ। কেউ আছে কারাগারে। কিন্তু অবশেষে, অনেক দিন পরে তাদের সকলের বিচার হবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 তাতে তারা কূপে জড়ো হওয়া বন্দীদের মত হবে এবং কারাগারে বদ্ধ হবে, পরে অনেক দিন গেলে পর তাদের সন্ধান নেওয়া হবে। অধ্যায় দেখুন |