যিশাইয় 2:7 - পবিত্র বাইবেল O.V. (BSI)7 আর তাহাদের দেশ রৌপ্য ও স্বর্ণে পরিপূর্ণ, তাহাদের ধনরাশির সীমা নাই; তাহাদের দেশ অশ্বে পরিপূর্ণ, এবং রথ যে কত, তাহার সংখ্যা নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আর তাদের দেশ রূপা ও সোনায় পরিপূর্ণ, তাদের ধনরাশির সীমা নেই; তাদের দেশ ঘোড়ায় পরিপূর্ণ এবং রথ যে কত তার হিসেব নেই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 তাদের দেশ সোনা ও রুপোয় পূর্ণ তাদের ঐশ্বর্যের যেন কোনও শেষ নেই। তাদের দেশ অশ্বেও পরিপূর্ণ, তাদের রথেরও যেন কোনো শেষ নেই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 তাদের দেশ স্বর্ণ-রৌপ্যে পরিপূর্ণ, তাদের ঐশ্বর্য বৈভবের সীমা নাই। অশ্বে পূর্ণ তাদের দেশ, কত যে রথ তাদের আছে, তা গুণে শেষ করা যায় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 তোমাদের দেশ অন্য দেশের সোনা, রূপোয় পরিপূর্ণ। সেখানে ধনসম্পত্তির সীমা পরিসীমা নেই। তোমাদের দেশ ঘোড়া এবং অসংখ্য রথে পরিপূর্ণ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 তাদের দেশ সোনা ও রূপায় ভরা, তাদের ধন-সম্পদের সীমা নেই। তাদের দেশ ঘোড়ায় পরিপূর্ণ আর তাদের রথের সীমা নেই। অধ্যায় দেখুন |