যিশাইয় 14:8 - পবিত্র বাইবেল O.V. (BSI)8 দেবদারু ও লিবানোনের এরস বৃক্ষ সকলও তোমার বিষয়ে আনন্দ করে, বলে, যে অবধি তুমি ভূমিসাৎ হইয়াছ, আমাদের নিকটে কোন ছেদনকর্ত্তা আইসে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 দেবদারু ও লেবাননের এরস গাছগুলোও তোমার বিষয়ে আনন্দ করে, বলে, যেদিন থেকে তুমি ভূমিসাৎ হয়েছ, আমাদের কাছে কোন কাঠুরে আসে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 এমনকি, লেবাননের দেবদারু ও সিডার গাছগুলিও এই আনন্দ সংগীত গেয়ে বলে, “এখন যেহেতু তোমাকে নত করা হয়েছে, আর কোনো কাঠুরে আমাদের কাটতে আসে না।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 দেবদারু ও লেবাননের সীডার তরু রাজার পতনে উল্লসিত, কারণ তাদের ছেদন করত যে, সে আর নাই, পতন হয়েছে তার! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 তুমি একজন শয়তান রাজা ছিলে। কিন্তু তোমার শাসন শেষ হয়েছে। এমন কি দেবদারু ও লিবানোনের এরস বৃক্ষরাও তোমার পতনে খুশী। এই গাছরা বলে, “রাজা আমাদের কেটে ফেলত। কিন্তু রাজার পতন হয়েছে। সে আর কখনো উঠে দাঁড়াতে পারবে না।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 এমন কি, দেবদারু ও লিবানোনের এরস গাছগুলিও তোমার বিষয়ে আনন্দ করে তারা বলে, কারণ তুমি ভূমিসাৎ হয়েছ, কোনো কাঠুরিয়া আমাদেরকে কাটতে আসে না। অধ্যায় দেখুন |