যিশাইয় 13:14 - পবিত্র বাইবেল O.V. (BSI)14 তাহাতে তাড়িত হরিণের ন্যায় ও অরক্ষক মেষের ন্যায় লোকেরা প্রত্যেকে আপন আপন জাতির প্রতি ফিরিবে, প্রত্যেকে আপন আপন দেশের দিকে পলায়ন করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তাতে তাড়ানো হরিণের মত ও রাখালহীন ভেড়ার মত লোকেরা প্রত্যেকে নিজ নিজ জাতির প্রতি ফিরবে, প্রত্যেকে নিজ নিজ দেশের দিকে পালিয়ে যাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 শিকারের জন্য তাড়িত গজলা হরিণের মতো, পালকহীন কোনো মেষের মতো, প্রত্যেকেই তার আপনজনের কাছে ফিরে যাবে, সকলেই তাদের স্বদেশে পালিয়ে যাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 ব্যাবিলনবাসী বিদেশীরা শিকারীর তাড়া খাওয়া হরিণের মত, রক্ষকহীন পালের মত ছত্রভঙ্গ হয়ে নিজেদের দেশে পালাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 তখন বাবিল থেকে লোকরা আহত হরিণের মতো, মেষপালকবিহীন মেষের মতো নিজ নিজ দেশের দিকে ছুটে পালাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 শিকার করা হরিণের মত অথবা মেষপালক ছাড়া মেষের মত, প্রত্যেকে তার নিজের লোকদের কাছে ফিরে যাবে এবং প্রত্যেকে তার নিজের দেশে পালিয়ে যাবে। অধ্যায় দেখুন |