যিরমিয় 51:54 - পবিত্র বাইবেল O.V. (BSI)54 বাবিলের মধ্য হইতে ক্রন্দনের রব, কল্দীয়দের দেশ হইতে মহাভঙ্গের শব্দ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস54 ব্যাবিলনের মধ্য থেকে কান্নার আওয়াজ, কল্দীয়দের দেশ থেকে মহাধ্বংসের আওয়াজ শোনা যাচ্ছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ54 “কান্নার এক হাহাকার শব্দ ব্যাবিলন থেকে আসছে, তা এক মহাবিনাশের শব্দ, যা আসছে ব্যাবিলনীয়দের দেশ থেকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)54 প্রভু পরমেশ্বর বলেন, ঐ শোন ব্যাবিলনে ক্রন্দনধ্বনি, ধ্বংসলীলা চলছে সেখানে ঐ শোন তার আর্ত কোলাহল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল54 “আমরা বাবিলের লোকদের কান্না শুনতে পাব। লোকরা বাবিলের সমস্ত জিনিসপত্র ধ্বংস করছে, সেই ধ্বংসের শব্দ আমরা শুনতে পাব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী54 বাবিল থেকে মর্মান্তিক কান্নার শব্দ আসছে, কলদীয়দের দেশ থেকে মহা ধ্বংসের শব্দ আসছে। অধ্যায় দেখুন |