যিরমিয় 50:39 - পবিত্র বাইবেল O.V. (BSI)39 এই নিমিত্ত সেখানে বন্যপশু ও বৃকগণ বাস করিবে, এবং উষ্ট্রপক্ষী বাসা করিবে; তাহা আর কখনও লোকালয় হইবে না, পুরুষানুক্রমে সে স্থানে বসতি হইবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস39 এজন্য সেখানে বন্যপশু ও হায়েনারা বাস করবে এবং উটপাখি বাসা করবে; তা আর কখনও লোকালয় হবে না; পুরুষানুক্রমে সেই স্থানে বসতি হবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ39 “তাই সেখানে থাকবে মরুভূমির পশু ও হায়েনারা, সেখানে থাকবে রাজ্যের যত প্যাঁচা। এখানে আর কখনও জনবসতি হবে না, কিংবা বংশপরম্পরায় আর কেউ থাকবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)39 তাই ব্যাবিলন হবে হিংস্র বন্যজন্তুর আস্তানা, এখানে চিল-শকুন আসবে বাসা বাঁধতে। মানুষ এখানে বাস করবে না কোনদিন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল39 বাবিল আর কখনও লোকে পরিপূর্ণ হবে না। বন্য কুকুরসমূহ, উটপাখিরা এবং মরুভূমির অন্যান্য জন্তু-জানোয়াররা সেখানে বাস করবে। কিন্তু কোন লোকই আর সেখানে কোন দিনের জন্য বাস করবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী39 এই জন্য মরুপ্রান্তের প্রাণী ও শিয়ালেরা সেখানে বাস করবে, আর সেখানে উটপাখী থাকবে। তা আর কখনও লোক থাকবে না, পুরুষানুক্রমে সে সেখানে থাকবে না।” অধ্যায় দেখুন |