যিরমিয় 5:4 - পবিত্র বাইবেল O.V. (BSI)4 তখন আমি কহিলাম, ইহারা ত দরিদ্র, ইহারা অজ্ঞান, কারণ সদাপ্রভুর পথ ও আপনাদের ঈশ্বরের বিচার জানে না; আমি একবার মহৎ লোকদের নিকটে গিয়া তাহাদের কাছে কথা কহিব, কেননা তাহারা সদাপ্রভুর পথ ও আপনাদের ঈশ্বরের বিচার জানে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তখন আমি বললাম, এরা তো দরিদ্র, এরা অজ্ঞান, কারণ মাবুদের পথ ও নিজেদের আল্লাহ্র বিচার জানে না; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 আমি ভেবেছিলাম, “এরা তো দরিদ্র শ্রেণীর; এরা মূর্খও, কারণ এরা জানে না সদাপ্রভুর পথ, তাদের ঈশ্বরের চাহিদাগুলি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তখন আমি ভাবলাম, এরা নেহাতই অসহায়, অজ্ঞ! কিছুই বোঝে না, মূর্খের মত ব্যবহার করে, এরা জানে না, ঈশ্বর কি চান তাদের কাছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 কিন্তু আমি (যিরমিয়) আমাকে মনে মনে বললাম, “তারা এত দরিদ্র এবং নির্বোধ যে তারা প্রভুর জীবনযাত্রা শেখে নি। ঈশ্বরের শিক্ষা বিষয়েও তারা কিছু জানে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তাই আমি বলেছিলাম, “তারাই একমাত্র গরিব লোক। তারা বোকা, কারণ তারা সদাপ্রভুর পথ জানে না, তাদের ঈশ্বরের নিয়মও জানে না। অধ্যায় দেখুন |