যিরমিয় 46:13 - পবিত্র বাইবেল O.V. (BSI)13 মিসর দেশ পরাজয় করণার্থে বাবিল রাজ নবূখদ্রিৎসরের আগমন বিষয়ে সদাপ্রভু যিরমিয়কে এই কথা কহিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 মিসর দেশকে পরাজিত করার জন্য ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসারের আগমন বিষয়ে মাবুদ ইয়ারমিয়াকে এই কথা বললেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 মিশরকে আক্রমণ করার জন্য ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের আগমন সম্পর্কে, সদাপ্রভু ভাববাদী যিরমিয়কে এই বার্তা দিলেন: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 রাজা নেবুকাডনেজার যখন মিশর আক্রমণ করতে এলেন, সেই সমস্ত প্রভু পরমেশ্বরের বাণী এল আমার কাছে। তিনি বললেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 নবূখদ্রিৎসর আসছে মিশর আক্রমণ করতে। এই ব্যাপারে প্রভুর বার্তা এল ভাববাদী যিরমিয়র কাছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 বাবিলের রাজা নবূখদনিৎসর কখন মিশর দেশে এসে আক্রমণ করবেন সেই কথা সদাপ্রভু ভাববাদী যিরমিয়কে বললেন। অধ্যায় দেখুন |