যিরমিয় 45:4 - পবিত্র বাইবেল O.V. (BSI)4 তুমি তাহাকে এই কথা বল, সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি যাহা গাঁথিয়াছি, তাহা আমি ভাঙ্গিয়া ফেলিব; যাহা রোপন করিয়াছি, তাহা আমি উৎপাটন করিব; আর এই সমগ্র দেশে উহা করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তুমি তাকে এই কথা বল, মাবুদ এই কথা বলেন, দেখ, আমি যা গেঁথেছি, তা আমি ভেঙ্গে ফেলবো; যা রোপণ করেছি, তা আমি উৎপাটন করবো; আর এই সারা দেশে তা করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 সদাপ্রভু আমাকে বলেছেন, তুমি তাকে এই কথা বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন, আমি সমস্ত দেশে যা নির্মাণ করেছি, তা উৎপাটন করব এবং যা রোপণ করেছি, তা উপড়ে ফেলব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 কিন্তু আমি, প্রভু পরমেশ্বর, যা গড়ে তুলেছিলাম, তা ভেঙ্গে পেলেছি, যা রোপণ করেছিলাম, তা উৎপাটন করেছি। সারা জগৎ জুড়ে চলছে আমার এই ভাঙ্গা-গড়ার কাজ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 প্রভু বলেছিলেন, “যিরমিয়, বারূককে একথা জানিয়ে দাও: প্রভু যা বললেন তা হল, আমি যা বপন করেছি তা আমিই আবার উপড়ে ফেলব। আমি যা সৃষ্টি করেছি আমিই আবার তা নষ্ট করে ফেলব। যিহূদার সর্বত্র এই ঘটনা ঘটাবো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তুমি তাকে এই কথা অবশ্যই বল: ‘সদাপ্রভু এই কথা বলেন: দেখ, আমি যা গড়ে তুলেছি, আমি এখন তা ভেঙে ফেলব। আমি যা রোপণ করেছি, আমি তা উপড়ে ফেলব। অধ্যায় দেখুন |