যিরমিয় 33:18 - পবিত্র বাইবেল O.V. (BSI)18 আর নিত্য আমার সম্মুখে হোম উৎসর্গ, ভক্ষ্য-নৈবেদ্য দাহ ও বলিদান করিতে লেবীয় যাজকদের সম্পর্কীয় লোকের অভাব হইবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আর নিত্য আমার সম্মুখে পোড়ানো-কোরবানী, শস্য-উৎসর্গ ও পশু-কোরবানী করতে লেবীয় ইমামদের মধ্যে লোকের অভাব হবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 আবার যাজকদের, লেবীয়দের মধ্যেও আমার উদ্দেশে হোমবলি, শস্য-নৈবেদ্য ও অন্যান্য বলি নিবেদনের উদ্দেশে আমার সামনে দাঁড়ানোর জন্য লোকের অভাব হবে না।’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 আমার কাছে হোমবলি ও শস্যনৈবেদ্য এবং বলিদান নিবেদন করার জন্য লেবী গোষ্ঠীতে পুরোহিতেরও অভাব কোনদিন হবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 এবং যাজকগণ হবে সর্বদা লেবীয় পরিবার থেকে। ঐ যাজকগণ সর্বদাই আমার সামনে দাঁড়িয়ে আমার উদ্দেশ্যে হোমবলি, শস্য নৈবেদ্য এবং বলি দেবে।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 আমার সামনে দাঁড়িয়ে সর্বদা হোম উত্সর্গ, ভক্ষ্য নৈবেদ্য উৎসর্গের ও বলিদান করতে লেবীয় যাজকদের মধ্যেও লোকের অভাব হবে না’।” অধ্যায় দেখুন |