যিরমিয় 31:39 - পবিত্র বাইবেল O.V. (BSI)39 এবং তথা হইতে মানরজ্জু বরাবর সম্মুখপথে গারেব উপপর্ব্বতের উপর দিয়া টানা যাইবে, ও ঘুরিয়া গোয়াতে উপস্থিত হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস39 এবং সেখান থেকে মানরজ্জু বরাবর সম্মুখপথে গারেব উপপর্বতের উপর দিয়ে টানা যাবে ও ঘুরে গোয়াতে উপস্থিত হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ39 পরিমাপের দড়ি সেখান থেকে সোজা গারেব পাহাড় পর্যন্ত বিস্তৃত হবে এবং তারপর গোয়ার দিকে ঘুরে যাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)39 এবং পশ্চিমে গারের পাহাড় থেকে এগিয়ে গিয়ে গো-আহ্কে বেষ্টন করে তার সীমানা বিস্তৃত হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল39 শহরের সীমান্তরেখা টানা হবে প্রান্তিক ফটক থেকে সোজাসুজি গারেব পাহাড় পর্যন্ত, তারপর সেই রেখা ঘুরে যাবে গোয়া পর্যন্ত। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী39 তখন মাপার দড়ি সেখান থেকে সোজা গারেব পাহাড় পর্যন্ত টানা হবে এবং তারপর ঘুরে গোয়াতে যাবে। অধ্যায় দেখুন |