যিরমিয় 25:38 - পবিত্র বাইবেল O.V. (BSI)38 যুবসিংহ যেন আপন গহ্বর ছাড়িয়া আসিয়াছে; বস্তুতঃ উৎপীড়ক [খড়্গের] রোষ ও উহাঁর জ্বলন্ত ক্রোধ প্রযুক্ত তাহাদের দেশ বিস্ময়ের স্থান হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 যুবসিংহ যেন তার গহ্বর ছেড়ে এসেছে; বস্তুত উৎপীড়ক তলোয়ারের রোষ ও তাঁর জ্বলন্ত ক্রোধের দরুন তাদের দেশ বিস্ময়ের স্থান হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ38 অত্যাচারীদের তরোয়ালের জন্য হে সদাপ্রভুর প্রচণ্ড ক্রোধের জন্য, সিংহের মতোই তিনি তাঁর আবাস ত্যাগ করে আসবেন, তাদের দেশ জনশূন্য পড়ে থাকবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের গুহাবাসী সিংহের মত পরিত্যাগ করেছেন। যুদ্ধের বিভীষিকা এবং প্রভু পরমেশ্বরের ভয়াবহ ক্রোধ দেশটিকে করে দিয়েছে জনহীন মরুপ্রান্তর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 প্রভু হলেন গুহা থেকে বেরিয়ে আসা একটি ভয়ঙ্কর সিংহের মত। তাঁর ক্রোধে লোকরা আহত হবে। এই দেশ মরুভূমিতে পরিণত হবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী38 যুবক সিংহের মত, তিনি নিজের গুহা ছেড়ে এসেছেন; কারণ তার অত্যাচারীদের রাগের জন্য, তাঁর জ্বলন্ত রোষের জন্য তাদের দেশ ভয়ঙ্কর হয়ে যাবে। অধ্যায় দেখুন |
দেখ, সেই ব্যক্তি সিংহের ন্যায় যর্দ্দনের শোভাস্থান হইতে উঠিয়া সেই চিরস্থায়ী চরাণি-স্থানের বিরুদ্ধে আসিবে; বস্তুতঃ আমি চক্ষুর নিমিষে তাহাকে তথা হইতে দূর করিয়া দিব, এবং তাহার উপরে মনোনীত লোককে নিযুক্ত করিব। কেননা আমার তুল্য কে? আমার সময় নিরূপণ কে করিবে? এবং আমার সম্মুখে দাঁড়াইবে, এমন পালক কোথায়?