Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 25:19 - পবিত্র বাইবেল O.V. (BSI)

19 যেমন অদ্য হইতেছে—মিসর রাজ ফরৌণ, তাহার দাসগণ, তাহার অধ্যক্ষগণ ও তাহার সমস্ত প্রজা;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 যেমন আজ হচ্ছে— মিসরের বাদশাহ্‌ ফেরাউন, তার গোলামেরা, তার কর্মকর্তারা ও তার সমস্ত লোক;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 মিশরের রাজা ফরৌণকে, তাঁর পরিচারকদের ও রাজকর্মচারীদের ও তাঁর সমস্ত প্রজাকে,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19-26 যারা পানপাত্র থেকে সুরা পান করেছিল তাদের নামের তালিকা: মিশরের রাজা, সমস্ত পারিষদবর্গ ও রাজ্যের নেতৃবৃন্দ, সমস্ত মিশরবাসী ও মিশরে প্রবাসী বিদেশীরা, উস দেশের রাজন্যবর্গ, ফিলিস্তিয়ার নগরী আসকেলন, গাজা, এক্রোন এবং অসদোদের অবশিষ্ট অংশের সমস্ত রাজারা, ইদোম, মোয়াব ও আম্মোনের অধিবাসীগণ, টায়ার ও সীদোনের রাজন্যবর্গ, ভূমধ্যসাগরীয় অঞ্চলের সমস্ত রাজা, দেদান, তেমা ও বুস্‌ নগরীর সকল অধিবাসী, যারা চুল ছোট করে ছাঁটে, আরবদেশের সমস্ত রাজা, মরুভূমির উপজাতিদের রাজপুরুষগণ, সিম্রি, এলাম ও মিডিয়ার সমস্ত রাজা, দূরে বা নিকটে উত্তর দেশের রাজন্যবর্গ এবং পৃথিবীর বুকে বসবাসকারী সমস্ত জাতি এই পাত্র থেকে একের পর এক সুরাপান করবে। সবশেষে এই পাত্রে পান করবে ব্যাবিলনের রাজা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 মিশরের রাজা ফরৌণকেও আমি ঐ পেয়ালার দ্রাক্ষারস পান করালাম। রাজার সভাষদ, নেতৃবৃন্দ এবং তার সমস্ত লোকরা প্রভুর ক্রোধের পেয়ালা থেকে দ্রাক্ষারস পান করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 অন্যান্য জাতিরাও এটা পান করেছে; মিশরের রাজা ফরৌণ, তার দাসেরা, তার রাজকর্মচারীরা, তার সমস্ত লোকেরা,

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 25:19
7 ক্রস রেফারেন্স  

মিসরের বিষয়। যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের চতুর্থ বৎসরে বাবিল-রাজ নবূখদ্‌রিৎসর মিসর-রাজ ফরৌণ-নখোর যে সৈন্যসামন্তকে পরাজয় করিলেন, ফরাৎ নদীর তীরস্থ কর্কমীশে উপস্থিত সেই সৈন্যসামন্ত বিষয়ক কথা।


আর আমি মিসরস্থ দেবালয়-সমূহে আগুন লাগাইব, বস্তুতঃ সে দেবগণের কতকগুলিকে পোড়াইয়া দিবে, ও কতকগুলিকে বন্দি করিয়া লইয়া যাইবে; এবং মেষপালক যেমন আপন গাত্রে বস্ত্র জড়ায়, তদ্রূপ সে এই মিসর দেশ দ্বারা আপনাকে সজ্জিত করিবে; এবং সে এই স্থান হইতে শান্তিতে প্রস্থান করিবে।


আর সে মিসর দেশীয় সূর্য্যপুরীর স্তম্ভ সকল ভাঙ্গিয়া ফেলিবে, ও মিসরস্থ দেবালয় সকল আগুনে পোড়াইয়া দিবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন