যিরমিয় 23:37 - পবিত্র বাইবেল O.V. (BSI)37 তোমরা ভাববাদীকে বলিও, সদাপ্রভু তোমাকে কি উত্তর দিয়াছেন? আর, সদাপ্রভু কি বলিয়াছেন? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস37 তোমরা নবীকে বলো, মাবুদ তোমাকে কি জবাব দিয়েছেন? আর, মাবুদ কি বলেছেন? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ37 তোমরা এই কথা কোনো ভাববাদীকে বলতে থাকো, ‘আপনাকে সদাপ্রভু কী উত্তর দিয়েছেন?’ বা ‘সদাপ্রভু কী কথা বলেছেন?’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)37 যিরমিয়, নবীদের জিজ্ঞাসা কর, ‘প্রভু পরমেশ্বর কি উত্তর দিয়েছেন, অথবা কি বলেছেন তিনি?’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল37 “তোমরা যদি ঈশ্বরের বার্তা জানতে চাও তাহলে কোন ভাববাদীকে জিজ্ঞেস করো। ‘প্রভু আপনাকে কি উত্তর দিয়েছেন?’ অথবা ‘প্রভু কি বলেছেন?’ অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী37 তোমরা ভাববাদীদের এই কথা অবশ্যই বল, ‘সদাপ্রভু তোমাকে কি উত্তর দিয়েছেন? সদাপ্রভু কি বলেছেন?’ অধ্যায় দেখুন |