যিরমিয় 23:35 - পবিত্র বাইবেল O.V. (BSI)35 তোমরা প্রত্যেক জন আপন আপন প্রতিবাসীকে ও আপন আপন ভ্রাতাকে এই কথা বলিবে, সদাপ্রভু কি উত্তর দিয়াছেন? আর, সদাপ্রভু কি বলিয়াছেন? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 তোমরা প্রত্যেকে নিজ নিজ প্রতিবেশীকে ও আপন আপন ভাইকে এই কথা বলবে, মাবুদ কি জবাব দিয়েছেন? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ35 তোমাদের প্রত্যেকে তার বন্ধু বা আপনজনকে এই কথা বলতে থাকো: ‘সদাপ্রভু কি উত্তর দিয়েছেন?’ অথবা ‘সদাপ্রভু কী কথা বলেছেন?’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 তার পরিবর্তে তারা বন্ধুবর্গ ও আত্মীয়স্বজন পরস্পরকে জিজ্ঞাসা করবে, ‘প্রভু পরমেশ্বরের উত্তর কি? কি বলছেন তিনি?’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 তোমরা একে অপরকে বলবে: ‘প্রভু কি উত্তর দিলেন?’ অথবা ‘প্রভু কি বললেন?’ অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী35 তোমরা, প্রত্যেকে তার প্রতিবেশীকে এবং প্রত্যেকে তার ভাইকে অবশ্যই এই কথা বল, ‘সদাপ্রভু কি উত্তর দিয়েছেন?’ এবং ‘সদাপ্রভু কি বলেছেন?’ অধ্যায় দেখুন |