যিরমিয় 17:20 - পবিত্র বাইবেল O.V. (BSI)20 আর তাহাদিগকে বল, হে যিহূদার রাজগণ, হে সমস্ত যিহূদা, হে সমস্ত যিরূশালেম-নিবাসী, তোমরা যত লোক এই সকল দ্বার দিয়া ভিতরে আসিয়া থাক, সকলে সদাপ্রভুর বাক্য শুন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 আর তাদের বল, হে এহুদার বাদশাহ্রা, হে সমস্ত এহুদা, হে সমস্ত জেরুশালেম-নিবাসী, তোমরা যত লোক এসব দ্বার দিয়ে ভিতরে এসে থাক, সকলে মাবুদের কালাম শোন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 তাদের বলো, ‘হে যিহূদার রাজগণ ও যিহূদার সব লোক এবং জেরুশালেমে বসবাসকারী প্রত্যেকে যারা এসব ফটক দিয়ে প্রবেশ করো, তোমরা সদাপ্রভুর এই কথা শোনো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 যিহুদীয়ার রাজাদের ও সমস্ত অধিবাসীদের এবং জেরুশালেমবাসী যারা এই সমস্ত দেউড়ি দিয়ে নিত্য যাতায়াত করে, তাদের প্রত্যেককে আমার কথায় কর্ণপাত করতে বল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 ঐ লোকদের বলো: “প্রভুর বার্তা শোন। শোন যিহূদার রাজা এবং যিহূদার সাধারণ মানুষ। এই ফটক দিয়ে জেরুশালেমে যাতায়াত করা প্রত্যেকটি মানুষ আমার কথা শোন! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 তাদের বল, ‘যিহূদার রাজারা এবং যিহূদার সমস্ত লোকেরা এবং যিরূশালেমে বাসকারী সবাই, যারা এই সব ফটক দিয়ে ভিতরে আস, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো। অধ্যায় দেখুন |