যিরমিয় 12:12 - পবিত্র বাইবেল O.V. (BSI)12 প্রান্তরে বৃক্ষশূন্য যে সকল গিরি আছে, তাহাদের উপর দিয়া বিনাশকগণ আসিয়াছে, বস্তুতঃ সদাপ্রভুর খড়্গ দেশের এক সীমা অবধি অপর সীমা পর্য্যন্ত সকলই গ্রাস করিতেছে, কোন প্রাণীর শান্তি নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 মরুভূমিতে গাছপালাহীন যেসব পাহাড় আছে, তাদের উপর দিয়ে বিনাশকরা এসেছে, বস্তুত মাবুদের তলোয়ার দেশের এক সীমা থেকে অপর সীমা পর্যন্ত সকলই গ্রাস করছে, কোন প্রাণীর শান্তি নেই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 মরুপ্রান্তরে বৃক্ষহীন উঁচু ভুমিগুলির উপরে, ধ্বংসকারী সৈন্যেরা গিজগিজ করবে, কারণ দেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সদাপ্রভুর তরোয়াল সবাইকে গ্রাস করবে; নিরাপদ কেউই থাকবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 মরুভূমির মত উচ্চস্থানগুলি ধ্বংস করার জন্য এসেছে আক্রমণকারী, সমগ্র দেশ আমি ধ্বংস করে দেব, বাধিয়ে দেব যুদ্ধ, কেউ এখানে বাস করতে পারবে না শান্তিতে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 সৈন্যরা ঐ মরুভূমিতে এসেছিল জিনিষপত্র লুঠ করতে। প্রভু সেই সৈন্যদের ব্যবহার করেছিলেন ঐ দেশকে শাস্তি দেবার জন্য। দেশটির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত লোকেরা শাস্তি পেয়েছিল। কোন ব্যক্তি নিরাপদ ছিল না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 মরুপ্রান্তে সমস্ত ফাঁকা জায়গার বিরুদ্ধে ধ্বংসকারীরা এসেছে, কারণ সদাপ্রভুর তরোয়াল দেশের এক সীমানা থেকে অন্য সীমানা পর্যন্ত গ্রাস করছে; সেখানে কোন প্রাণী নিরাপদে নেই। অধ্যায় দেখুন |