যাত্রাপুস্তক 5:10 - পবিত্র বাইবেল O.V. (BSI)10 আর লোকদের কার্য্যশাসকেরা ও অধ্যক্ষেরা বাহিরে গিয়া তাহাদিগকে কহিল, ফরৌণ এই কথা কহেন, আমি তোমাদিগকে পলাল দিব না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 আর লোকদের কার্যশাসক ও নেতৃবর্গরা বাইরে গিয়ে তাদেরকে বললো, ফেরাউন এই কথা বলেন, আমি তোমাদেরকে খড় দেব না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 তখন ক্রীতদাস পরিচালকেরা ও তত্ত্বাবধায়কেরা বাইরে গিয়ে লোকজনকে বলল, “ফরৌণ একথাই বলেছেন: ‘আমি আর তোমাদের খড় দেব না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 কর্মপরিদর্শক ও মজুর-সর্দারেরা গিয়ে ইসরায়েলীদের বলল, ফারাও-এর হুকুম, এখন থেকে তোমাদের আর খড় দেওয়া হবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 তাই মিশরের ক্রীতদাস প্রভু এবং ইস্রায়েলীয় তত্ত্বাবধায়করা ইস্রায়েলের লোকদের কাছে গিয়ে বলল, “ফরৌণ সিদ্ধান্ত নিয়েছেন যে ইঁট তৈরির জন্য তোমাদের আর খড় সরবরাহ করা হবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 আর লোকদের শাসকেরা ও শাসনকর্তারা বাইরে গিয়ে তাদেরকে বলল, “ফরৌণ এই কথা বলেন, আমি তোমাদেরকে খড় দেব না। অধ্যায় দেখুন |