যাত্রাপুস্তক 40:36 - পবিত্র বাইবেল O.V. (BSI)36 আর আবাসের উপর হইতে মেঘ নীত হইলে, ইস্রায়েল-সন্তানগণ আপনাদের প্রত্যেক যাত্রায় অগ্রসর হইত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস36 আর শরীয়ত-তাঁবুর উপর থেকে মেঘ নীত হলে বনি-ইসরাইল তাদের প্রত্যেক যাত্রায় অগ্রসর হত; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ36 ইস্রায়েলীদের সব যাত্রায়, যখনই মেঘ সমাগম তাঁবুর উপর থেকে সরে যেত, তখনই তারা যাত্রা শুরু করত; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)36 ইসরায়েলীদের সমগ্র যাত্রাপথে শিবিরের উপর থেকে মেঘের আচ্ছাদন অপসৃত হলে তারা যাত্রা করত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল36 এই মেঘই ইস্রায়েলের লোকদের দেখিয়ে দিয়েছিল যে কখন যাত্রা শুরু করতে হবে। যখন পবিত্র তাঁবুর ওপর থেকে মেঘ সরে যাবে তখনই ইস্রায়েলের লোকরা যাত্রা শুরু করতে পারবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী36 আর যখন তাঁবুর উপর থেকে মেঘ সরিয়ে নেওয়া হত, তখন ইস্রায়েলের লোকেরা তাদের নিজেদের যাত্রায় এগিয়ে যেত। অধ্যায় দেখুন |