যাত্রাপুস্তক 35:3 - পবিত্র বাইবেল O.V. (BSI)3 তোমরা বিশ্রামদিনে আপনাদের কোন বাসস্থানে অগ্নি জ্বালিও না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তোমরা বিশ্রামবারে তোমাদের কোন বাসস্থানে আগুন জ্বালিও না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 সাব্বাথবারে তোমাদের কোনও বাড়িতে আগুন জ্বালিয়ো না।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 বিশ্রাম দিবসে তোমাদের বাড়িতে আগুণ পর্যন্ত জ্বালাবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 ঐ বিশ্রামের দিন তোমাদের বাড়ীর কোথাও তোমরা আগুন পর্যন্ত জ্বালাবে না।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 তোমরা বিশ্রামদিনের তোমাদের কোন বাড়িতে আগুন জ্বালাবে না।” অধ্যায় দেখুন |
তুমি যদি বিশ্রামবার লঙ্ঘন হইতে আপন পা ফিরাও, যদি আমার পবিত্র দিনে নিজ অভিলাষের চেষ্টা না কর, যদি বিশ্রামবারকে আমোদদায়ক, ও সদাপ্রভুর পবিত্র দিনকে গৌরবান্বিত বল, এবং তোমার নিজ কার্য্য সাধন না করিয়া, নিজ অভিলাষ চেষ্টা না করিয়া, নিজ কথা না কহিয়া যদি তাহা গৌরবান্বিত কর, তবে তুমি সদাপ্রভুতে আমোদিত হইবে,