যাত্রাপুস্তক 29:4 - পবিত্র বাইবেল O.V. (BSI)4 আর হারোণকে ও তাহার পুত্রগণকে সমাগম-তাম্বুর দ্বার-সমীপে আনিয়া জলে স্নান করাইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আর হারুন ও তার পুত্রদেরকে জমায়েত-তাঁবুর দ্বার-সমীপে এনে গোসল করাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 পরে হারোণ ও তার ছেলেদের সমাগম তাঁবুর প্রবেশদ্বারে এনো এবং জল দিয়ে তাদের গা ধুয়ে দিয়ো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 হারোণ ও তার পুত্রদের সম্মিলন শিবিরের দ্বারে নিয়ে আসবে এবং সেখানে তাদের স্নান করাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 “এরপর হারোণ ও তার পুত্রদের সমাগম তাঁবুর দরজায় নিয়ে আসবে। পরিষ্কার জলে তাদের স্নান করাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 আর তুমি হারোণ ও তার ছেলেদেরকে সমাগম তাঁবুর ফটকের কাছে আনবে এবং জল দিয়ে হারোণ ও তার ছেলেদেরকে স্নান করাবে। অধ্যায় দেখুন |