যাত্রাপুস্তক 27:20 - পবিত্র বাইবেল O.V. (BSI)20 আর তুমি ইস্রায়েল-সন্তানগণকে এই আদেশ করিবে, যেন তাহারা আলোর জন্য উখলিতে প্রস্তুত জিততৈল তোমার নিকটে আনে, যাহাতে নিয়ত প্রদীপ জ্বালান থাকে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 আর তুমি বনি-ইসরাইলদেরকে এই হুকুম করবে, যেন তারা আলোর জন্য ছেঁচা জলপাইয়ের তেল তোমার কাছে আনে, যাতে নিয়মিতভাবে প্রদীপ জ্বালানো থাকে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 “আলোর জন্য নিংড়ে নেওয়া স্বচ্ছ জলপাই তেল তোমার কাছে নিয়ে আসার জন্য ইস্রায়েলীদের আদেশ দাও যেন প্রদীপগুলি সবসময় জ্বলতেই থাকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 তুমি ইসরায়েলীদের আদেশ দেবে যেন তারা সর্বক্ষণ প্রদীপ জ্বালিয়ে রাখার জন্য খাঁটি জলপাইয়ের তেল তোমার কাছে নিয়ে আসে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 “ইস্রায়েলের লোকদের আদেশ করো, তারা যেন প্রত্যেক সন্ধ্যায় যে প্রদীপ জ্বালানো হবে তার জন্য সব থেকে ভাল জলপাইয়ের তেল নিয়ে আসে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 আর তুমি অবশ্যই ইস্রায়েলের সন্তানদের এই আদেশ করবে, যেন তারা আলোর জন্য পেশাই করা জিততেল তোমার কাছে আনে, যাতে সবদিন প্রদীপ জ্বালান থাকে। অধ্যায় দেখুন |