যাত্রাপুস্তক 22:13 - পবিত্র বাইবেল O.V. (BSI)13 যদি সেটী বিদীর্ণ হয়, তবে সে প্রমাণার্থে তাহা উপস্থিত করুক; সেই বিদীর্ণ পশুর জন্য সে ক্ষতিপূরণ করিবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 যদি সেটি কেটে ফেলা হয় তবে সে প্রমাণ করার জন্য তা উপস্থিত করুক; সেই কেটে ফেলা পশুর জন্য সে ক্ষতিপূরণ দেবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 সেটি যদি কোনও বন্যপশু দ্বারা বিদীর্ণ হয়েছে, তবে সেই প্রতিবেশী প্রমাণস্বরূপ সেটির দেহাবশেষ আনবে এবং সেই বিদীর্ণ পশুটির জন্য কোনও ক্ষতিপূরণ দিতে হবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 যদি বন্য জন্তুর আক্রমণে পশুটি নিহত হয়, তবে সে তার প্রমাণ স্বরূপ পশুটির দেহের কোন অংশ উপস্থিত করবে। তখন বন্যজন্তুর আক্রমণে নিহত পশুটির জন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 যদি কোন বন্য জন্তু প্রাণীটিকে মেরে ফেলে তবে তার দেহ প্রমাণ হিসেবে দেখাতে হবে। তাহলে প্রতিবেশীকে জরিমানা দিতে হবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 যদি একটি পশুকে টুকরো করা হয়, তবে সে প্রমাণের জন্য তা উপস্থিত করুক; সেই টুকরো করা পশুর জন্য সে ক্ষতিপূরণ দেবে না। অধ্যায় দেখুন |