যাত্রাপুস্তক 19:22 - পবিত্র বাইবেল O.V. (BSI)22 আর যাজকগণ, যাহারা সদাপ্রভুর নিকটবর্ত্তী হইয়া থাকে, তাহারাও আপনাদিগকে পবিত্র করুক, পাছে সদাপ্রভু তাহাদিগকে আক্রমণ করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 আর ইমামেরা, যারা মাবুদের নিকটবর্তী হয়ে থাকে, তারাও যেন নিজেদের পাক-পবিত্র করে, অন্যথায় মাবুদ তাদেরকে আক্রমণ করবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 এমনকি যারা সদাপ্রভুর নিকটবর্তী হয়, সেই যাজকরাও যেন নিজেদের পবিত্র করে, তা না হলে সদাপ্রভু তাদের বিরুদ্ধে সহসা আবির্ভূত হবেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 এমন কি যাজক, যারা পরমেশ্বরের সান্নিধ্যে যেতে পারে, তারাও নিজেদের শুচি করবে, তা না হলে প্রভু পরমেশ্বর তাদের ধ্বংস করবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 আর যে সকল যাজক আমার কাছে আসবে তাদের বলো তারা যেন এই বিশেষ সভার জন্য নিজেদের তৈরি করে আসে। যদি তারা তা না করে তাহলে আমি তাদের শাস্তি দেব।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 আর যাজকরা, যারা সদাপ্রভুর কাছাকাছি থাকে, তারাও নিজেদেরকে পবিত্র করুক, না হলে সদাপ্রভু তাদেরকে আঘাত করেন।” অধ্যায় দেখুন |