যাত্রাপুস্তক 19:17 - পবিত্র বাইবেল O.V. (BSI)17 পরে মোশি ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করিবার জন্য লোকদিগকে শিবির হইতে বাহির করিলেন, আর তাহারা পর্ব্বতের তলে দণ্ডায়মান হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 পরে মূসা আল্লাহ্র সঙ্গে সাক্ষাৎ করার জন্য লোকদেরকে শিবির থেকে বের করলেন, আর তারা পর্বতের তলদেশে দণ্ডায়মান হল; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 তখন মোশি ঈশ্বরের সঙ্গে দেখা করার জন্য নেতৃত্ব দিয়ে লোকদের শিবির থেকে বের করে আনলেন, এবং তারা পর্বতের পাদদেশে এসে দাঁড়াল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 মোশি তখন ঈশ্বরের দর্শন লাভের জন্য ইসরায়েলীদের শিবির থেকে বার করে নিয়ে এলনে। তারা এসে দাঁড়াল পাহাড়তলীতে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 তখন মোশি সবাইকে শিবির থেকে বার করে পর্বতের কাছে ঈশ্বরের সঙ্গে সাক্ষাতের জন্য নিয়ে এল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 পরে মোশি ঈশ্বরের সঙ্গে দেখা করার জন্য লোকদেরকে শিবির থেকে বের করে দিলেন, আর তারা পর্বতের নিচে দাঁড়িয়ে থাকলো। অধ্যায় দেখুন |