যাত্রাপুস্তক 18:14 - পবিত্র বাইবেল O.V. (BSI)14 তখন লোকদের প্রতি মোশি যাহা যাহা করিতেছেন, তাঁহার শ্বশুর তাহা দেখিয়া কহিলেন, তুমি লোকদের প্রতি ও কেমন ব্যবহার করিতেছ? কেন তুমি একাকী বসিয়া থাক, আর সমস্ত লোক প্রাতঃকাল অবধি সন্ধ্যা পর্য্যন্ত তোমার কাছে দাঁড়াইয়া থাকে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তখন লোকদের প্রতি মূসা যা যা করছেন, তাঁর শ্বশুর তা দেখে বললেন, তুমি লোকদের প্রতি এ কেমন ব্যবহার করছো? কেন তুমি একাকী আসনে বসে থাক, আর সমস্ত লোক সকাল থেকে সন্ধ্যাকাল পর্যন্ত তোমার কাছে দাঁড়িয়ে থাকে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 মোশি লোকজনের জন্য যা কিছু করছিলেন, তাঁর শ্বশুরমশাই যখন সেসবকিছু দেখলেন, তখন তিনি বললেন, “লোকজনের জন্য তুমি এ কী করছ? একা তুমিই কেন বিচারক হয়ে বসে আছ, যখন এইসব লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার চারপাশে দাঁড়িয়ে আছে?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 মোশি যে ভাবে ইসরায়েলীদের বিচার-সালিশী করেছিলেন, তাই দেখে তাঁর শ্বশুর বললেন, জনসাধারণের কাজ তুমি এ ভাবে করছ কেন? কেন তুমি একা বসে বিচার করছ? সেই জন্যই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকে ভীড় করে তোমার কাছে দাঁড়িয়ে থাকছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 মোশিকে লোকদের বিচার করতে দেখে যিথ্রো তাকে জিজ্ঞেস করল, “তুমি কেন একা বিচারকের দায়িত্ব পালন করছো? এবং সবাই সারাদিন ধরে কেনই বা শুধু তোমার কাছেই আসছে?” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 তখন লোকদেরকে মোশি যা যা করছেন, তাঁর শ্বশুর তা দেখে বললেন, “তুমি লোকদের উপর এ কেমন ব্যবহার করছ? কেন তুমি একা বসে থাক, আর সমস্ত লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার কাছে দাঁড়িয়ে থাকে?” অধ্যায় দেখুন |