যাত্রাপুস্তক 16:19 - পবিত্র বাইবেল O.V. (BSI)19 আর মোশি কহিলেন, তোমরা কেহ প্রাতঃকালের জন্য ইহার কিছু রাখিও না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 আর মূসা বললেন, তোমরা কেউ সকাল বেলার জন্য এর কিছু রেখো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 পরে মোশি তাদের বললেন, “সকাল পর্যন্ত কেউ এর কোনো কিছুই রাখবে না।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 মোশি তাদের বললেন, আগামী কাল পর্যন্ত তোমরা কেউ এর কিছুই বাকী রাখবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 মোশি তাদের বলল, “পরের দিনের জন্য ঐ খাবার মজুত করে রেখো না।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 আর মোশি বললেন, “তোমরা কেউ সকালের জন্য এর কিছু রেখো না।” অধ্যায় দেখুন |