যাত্রাপুস্তক 1:17 - পবিত্র বাইবেল O.V. (BSI)17 কিন্তু ঐ ধাত্রীরা ঈশ্বরকে ভয় করিত, সুতরাং মিসর-রাজের আজ্ঞানুসারে না করিয়া পুত্রসন্তানদিগকে জীবিত রাখিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 কিন্তু ঐ ধাত্রীরা আল্লাহ্কে ভয় করতো বলে মিসরের বাদশাহ্র হুকুম পালন না করে পুত্র-সন্তানদের জীবিত রাখতো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 সেই ধাত্রীরা অবশ্য ঈশ্বরকে ভয় করত ও মিশরের রাজা তাদের যা করতে বললেন, তারা তা করল না; তারা শিশুপুত্রদের বাঁচিয়ে রাখল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 কিন্তু এই ধাত্রীরা ঈশ্বরকে ভয় করত, তাই তারা মিশররাজের আদেশ না মেনে পুত্র সন্তানদের জীবিত রাখত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 কিন্তু ধাইমা দুজন ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে রাজার আদেশ অমান্য করে পুত্র সন্তানদের বাঁচিয়ে রাখল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 কিন্তু ঐ ধাত্রীরা ঈশ্বরকে ভয় করত, সুতরাং মিশরের রাজার আদেশ না মেনে ছেলে সন্তানদের জীবিত রাখত। অধ্যায় দেখুন |