যাকোব 3:18 - পবিত্র বাইবেল O.V. (BSI)18 আর যাহারা শান্তি-আচরণ করে, তাহাদের জন্য শান্তিতে ধার্ম্মিকতাফলের বীজ বপন করা যায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আর যারা শান্তির চেষ্টা করে, তাদের জন্য শান্তিতে ধার্মিকতা-ফলের বীজ বপন করা যায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 আর যারা শান্তি স্থাপনের জন্য শান্তিতে বীজবপন করে, তারা ধার্মিকতার ফসল উৎপন্ন করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 যারা শান্তিকামী, তারা শান্তিতেই ধর্মের বীজ বপন করে এবং তার ফসল আহরণ করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 যারা শান্তির জন্য শান্তির পথে কাজ করে চলে, তারা উত্তম জিনিস লাভ করে যা যথার্থ জীবনযাপনের মধ্য দিয়ে আসে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 আর যারা শান্তি স্থাপন করে, তারা শান্তির বীজ বোনে ও ধার্মিকতার ফসল কাটে। অধ্যায় দেখুন |