মীখা 1:15 - পবিত্র বাইবেল O.V. (BSI)15 হে মারেশা-নিবাসিনি, আমি পুনর্ব্বার তোমার বিরুদ্ধে এক অধিকারীকে আনিব; ইস্রায়েলের গৌরব অদুল্লম পর্য্যন্ত আসিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 হে মারেশা-নিবাসীনী, আমি পুনর্বার তোমার বিরুদ্ধে এক অধিকারীকে আনবো; ইসরাইলের গৌরব অদুল্লম পর্যন্ত আসবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 তোমরা যারা মারেশায় বসবাস করো, আমি তোমাদের বিরুদ্ধে এক দখলকারীকে নিয়ে আসব। ইস্রায়েলের গণ্যমান্য লোকেরা অদুল্লমে পালিয়ে যাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 হে মারেশার অধিবাসীগণ, প্রভু পরমেশ্বর তোমাদের শত্রুর হাতে তুলে দেবেন, শত্রুর দল এসে অধিকার করবে তোমাদের শহর। তখন ইসরায়েলের নেতৃবৃন্দ আত্মগোপন করবে আদুল্লামের গিরিকন্দরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 তোমরা যারা মারেশাতে বাস করছ, আমি তোমাদের বিরুদ্ধে একজন লোককে আনব। সেই লোকটি তোমাদের অধিকারের জিনিসগুলো নিয়ে নেবে। ইস্রায়েলের মহিমা (ঈশ্বর) অদুল্লমে আসবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 হে মারেশা বাসীরা, আমি তোমাদের কাছে নিয়ে আসবো, যে তোমাদের অধিকার নেবে। ইস্রায়েলের নেতারা অদুল্লমের গুহায় যাবে। অধ্যায় দেখুন |