মালাখি 2:9 - পবিত্র বাইবেল O.V. (BSI)9 এই জন্য আমিও সকল প্রজা লোকের সাক্ষাতে তোমাদিগকে তুচ্ছতার পাত্র ও নীচ করিলাম, কারণ তোমরা আমার পথ রক্ষা করিতেছ না, ব্যবস্থার বিষয়ে মুখাপেক্ষা করিয়া থাক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 এজন্য আমিও সকল লোকের সাক্ষাতে তোমাদেকে তুচ্ছতার পাত্র ও নিচ করলাম, কারণ তোমরা আমার পথ রক্ষা করছো না, শরীয়তের বিষয়ে পক্ষপাতিত্ব করে থাক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 “এজন্য আমি সমস্ত লোকের সামনে তোমাদেরকে অবজ্ঞা ও অপদস্থ করেছি, কারণ তোমরা আমার পথে চলোনি, উপরন্তু বিধানের বিষয়ে তোমরা পক্ষপাতিত্ব করেছ।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 সুতরাং তোমরা যেমন আমার পথ পরিহার করেছ এবং লোকের মুখ চেয়ে উপদেশ দিয়েছ তেমনি আমিও সর্বজাতির দৃষ্টিতে তোমাদের তুচ্ছ ও হেয় প্রতিপন্ন করেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 “যেহেতু তোমরা আমার পথগুলি অনুসরণ করনি এবং আমার নীতি শিক্ষায় পক্ষপাতিত্ব করেছ সেহেতু আমি তোমাদের অস্বীকৃত এবং অপমানিত করাব!” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 আমি সব প্রজাদের সামনে তোমাদেরকে তুচ্ছ ও লজ্জিত করব, কারণ তোমরা আমার পথ রক্ষা কর নি, কিন্তু তার পরিবর্তে তোমাদের শিক্ষার পক্ষপাতিত্ব করেছ। অধ্যায় দেখুন |