মার্ক 8:27 - পবিত্র বাইবেল O.V. (BSI)27 পরে যীশু ও তাঁহার শিষ্যগণ প্রস্থান করিয়া কৈসরিয়া ফিলিপী অঞ্চলের গ্রামে গ্রামে গেলেন। আর পথিমধ্যে তিনি আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, আমি কে, এ বিষয়ে লোকে কি বলে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 পরে ঈসা ও তাঁর সাহাবীরা প্রস্থান করে সিজারিয়া-ফিলিপী অঞ্চলের গ্রামে গ্রামে গেলেন। আর পথের মধ্যে তিনি তাঁর সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কে, এই বিষয়ে লোকে কি বলে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 যীশু ও তাঁর শিষ্যেরা কৈসরিয়া-ফিলিপী অঞ্চলের গ্রামে গ্রামে পরিভ্রমণ করতে লাগলেন। পথে তিনি তাঁদের জিজ্ঞাসা করলেন, “আমি কে, লোকেরা এ সম্পর্কে কী বলে?” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)27 Pare Jíshu o táṇhár shishyagan játrá kariyá Kaisariyá Philipír nikaṭastha sakal gráme gaman karilen. Pather madhye tini shishyadigake jijnásá karilen, Ámi ke, e bishaye lokerá ki bale? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 শিষ্যদের নিয়ে যীশু সিজারিয়া-ফিলিপীর গ্রামাঞ্চলে ঘুরে বেড়াতে লাগলেন। পথে তাঁদের বললেনঃ আমার সম্বন্ধে লোকে কি বলে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 তারপর যীশু এবং তাঁর শিষ্যরা সেখান থেকে কৈসরিযা ফিলিপীয় অঞ্চলে চলে গেলেন। রাস্তার মধ্যে তিনি তাঁর শিষ্যদের জিজ্ঞাসা করলেন, “আমি কে, এ বিষয়ে লোকের কি বলে?” অধ্যায় দেখুন |