মার্ক 14:1 - পবিত্র বাইবেল O.V. (BSI)1 দুই দিন পরে নিস্তারপর্ব্ব ও তাড়ীশূন্য রুটীর পর্ব্ব; এমন সময়ে প্রধান যাজকগণ ও অধ্যাপকেরা, কিরূপে তাঁহাকে কৌশলে ধরিয়া বধ করিতে পারে, তাহারই চেষ্টা করিতেছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 দুই দিন পরে ঈদুল ফেসাখ ও খামিহীন রুটির ঈদ; এমন সময়ে প্রধান ইমামেরা ও আলেমেরা কিভাবে তাঁকে কৌশলে ধরে হত্যা করতে পারে তারই চেষ্টা করছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 নিস্তারপর্ব ও খামিরবিহীন রুটির পর্ব শুরু হতে আর মাত্র দু-দিন বাকি ছিল। প্রধান যাজকেরা ও শাস্ত্রবিদরা সুকৌশলে যীশুকে গ্রেপ্তার ও হত্যা করার জন্য সুযোগ খুঁজে বেড়াচ্ছিল। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)1 Takhan nistár parba o máwá‐shúnya ruṭír parba upasthita haoner dui dibas bilamba chila; ebaṇg pradhán jájakerá o shastrádhyápakerá táṇháke chale dhariyá badh karibár upáy anveshan karitechila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 তারণোৎসব ও খামিরবিহীন রুটির পর্বের আর দুদিন বাকী। পুরোহিতদের নেতৃবৃন্দ আর শাস্ত্রীরা যীশুকে কৌশলে গ্রেপ্তার করে হত্যা করার উপায় খুঁজছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 দুদিন পরে নিস্তারপর্ব এবং খামিরবিহীন রুটির উৎসব পর্ব। প্রধান যাজকরা এবং ব্যবস্থার শিক্ষকরা সেই সময়ে তাঁকে কেমন করে ছলে বলে গ্রেপ্তার করে মেরে ফেলতে পারে তারই চেষ্টা করছিলেন। অধ্যায় দেখুন |