মার্ক 13:2 - পবিত্র বাইবেল O.V. (BSI)2 যীশু তাঁহাকে কহিলেন, তুমি কি এই সকল বড় বড় গাঁথনি দেখিতেছ? ইহার একখানি পাথর আর একখানি পাথরের উপরে থাকিবে না, সকলই ভূমিসাৎ হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 ঈসা তাঁকে বললেন, তুমি কি এসব বড় বড় দালান দেখছো? এর একটি পাথর আর একটি পাথরের উপরে থাকবে না, সকলই ভূমিসাৎ হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 উত্তরে যীশু বললেন, “তোমরা কি বিশাল এসব ভবন দেখছ? এদের একটি পাথরও অন্যটির উপরে থাকবে না, সবকটিকেই ভূমিসাৎ করা হবে।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)2 Takhan Jíshu táháke kahilen, Tumi ki ei baṛa gáṇthani dekhitecha? ihár ek prastar anya prastarer upare thákibe ná, sakali bhúmisát haibe. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 যীশু তাঁকে বললেন, এত বড় ইমারত দেখছ তো? কিন্তু এর একটি পাথরও আর একটির উপর থাকবে না। সবই ধূলিসাৎ হয়ে যাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 তখন যীশু তাঁকে বললেন, “তুমি এইসব বড় বড় দালান দেখছ? এর একটাও পাথর আর একটা পাথরের ওপরে থাকবে না; সবই ধ্বংসস্তূপে পরিণত হবে।” অধ্যায় দেখুন |