মার্ক 13:19 - পবিত্র বাইবেল O.V. (BSI)19 কেননা তৎকালে এরূপ ক্লেশ উপস্থিত হইবে, যেরূপ ক্লেশ ঈশ্বরের কৃত সৃষ্টির আদি অবধি এ পর্য্যন্ত কখনও হয় নাই, কখন হইবেও না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 কেননা সেই সময় এরকম দুঃখ-কষ্ট উপস্থিত হবে, যেরকম দুঃখ-কষ্ট আল্লাহ্র কৃত সৃষ্টির প্রথম থেকে এই পর্যন্ত কখনও হয় নি, কখনও হবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 কারণ সেইসব দিনের দুঃসহ যন্ত্রণার কোনও তুলনা হবে না, ঈশ্বরের জগৎ সৃষ্টির সময় থেকে সেরকম কখনও হয়নি, বা আর কখনও হবেও না। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)19 Kenaná tatkále jádrisha klesh haibe, Íshvarer krita srishtir ádikálábadhi adya parjyanta tádrisha klesh kakhano hay nái ebaṇg kakhano haibeo ná. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 তখন এমন ভয়ঙ্কর দুর্দশা ঘটবে যা ঈশ্বরের সৃষ্ট এই জগতের আদি থেকে আজ পর্যন্ত কখনও ঘটেনি, আর কখনও ঘটবেও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 কারণ সেই সময় হবে বড়ই কষ্টের সময়। তেমনটি প্রথম যখন ঈশ্বর পৃথিবী সৃষ্টি করলেন, তখন থেকে এখন পর্যন্ত কখনই হয় নি আর কখনও হবেও না। অধ্যায় দেখুন |