বিলাপ 4:18 - পবিত্র বাইবেল O.V. (BSI)18 [শত্রুগণ] আমাদের পাদবিক্ষেপের অনুসরণ করে, আমরা স্ব স্ব পথে বেড়াইতে পারি না; আমাদের শেষকাল নিকটবর্ত্তী, আমাদের আয়ু সম্পূর্ণ হইল, হাঁ, আমাদের শেষকাল উপস্থিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 দুশমনেরা আমাদের পাদবিক্ষেপের অনুসরণ করে, আমরা নিজ নিজ পথে বেড়াতে পারি না; আমাদের শেষকাল নিকটবর্তী, আমাদের আয়ু সমপূর্ণ হল, হ্যাঁ, আমাদের শেষকাল উপস্থিত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 লোকেরা চুপিসাড়ে আমাদের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করে, তাই আমরা পথে হাঁটতে পারি না। আমাদের শেষকাল নিকটবর্তী, আমাদের আয়ু সম্পূর্ণ, কেননা আমাদের শেষকাল উপস্থিত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 শত্রুর নজরবন্দী যে আমরা, প্রকাশ্যে পথ চলারও উপায় নেই আমাদের, দিন আমাদের ফুরিয়েছে, ঘনিয়েছে অন্তিম দশা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 শত্রুরা সবসময় আমাদের খুঁজে ফিরেছে। আমরা পথেঘাটে বেরোতে পর্যন্ত পারিনি। আমাদের শেষ সময় ঘনিয়ে এসেছিল। আমাদের সময় ফুরিয়ে গিয়ে শেষ সময় ঘনিয়ে এল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 শত্রুরা আমাদের পদক্ষেপ অনুসরণ করে, আমরা আমাদের নিজের রাস্তায় হাঁটতে পারি না; আমাদের শেষকাল কাছাকাছি, আমাদের দিন শেষ কারণ আমাদের শেষকাল উপস্থিত। অধ্যায় দেখুন |