বিলাপ 3:66 - পবিত্র বাইবেল O.V. (BSI)66 তুমি তাহাদিগকে ক্রোধে তাড়না করিবে, ও সদাপ্রভুর স্বর্গের নীচে হইতে উচ্ছিন্ন করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস66 তুমি তাদেরকে ক্রোধে তাড়না করবে, মাবুদের বেহেশতের নিচে থেকে উচ্ছিন্ন করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ66 সক্রোধে তাদের পিছনে তাড়া করো ও সদাপ্রভুর স্বর্গের নিচে তাদের ধ্বংস করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)66 তোমার ক্রোধের শিকার হয়ে মুছে যাক অস্তিত্ব তাদের পৃথিবীর বুক থেকে চিরতরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল66 ক্রোধে তাদের তাড়া করুন! আপনার আকাশের নীচে তাদের ধ্বংস করুন প্রভু! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী66 তুমি তাদেরকে রাগে তাড়া করবে এবং সদাপ্রভু স্বর্গের নীচে থেকে তাদেরকে ধ্বংস করবে। অধ্যায় দেখুন |