বিলাপ 3:64 - পবিত্র বাইবেল O.V. (BSI)64 হে সদাপ্রভু, তুমি তাহাদের হস্তকৃত কর্ম্মানুযায়ী প্রতিফল তাহাদিগকে দিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস64 হে মাবুদ, তুমি তাদের হস্তকৃত কাজ অনুযায়ী প্রতিফল তাদেরকে দেবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ64 হে সদাপ্রভু, তাদের হস্তকৃত কাজের যোগ্য প্রতিফল তাদের দাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)64 তাদের কৃতকর্মের শাস্তি দাও তুমি, হে প্রভু পরমেশ্বর! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল64 প্রভু, ওরা যা করেছে তার জন্য ওদের প্রাপ্য শাস্তি দিন! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী64 হে সদাপ্রভু, তুমি তাদের হাতের কাজ অনুসারে প্রতিদান তাদেরকে দেবে। অধ্যায় দেখুন |
তোমরা বাবিলের বিরুদ্ধে ধনুর্দ্ধারীদিগকে, ধনুকে চাড়াদায়ী সকলকে, আহ্বান কর; চারিদিকে তাহার বিরুদ্ধে শিবির স্থাপন কর, কাহাকেও রক্ষা পাইতে দিও না; তাহার ক্রিয়ানুযায়ী ফল তাহাকে দেও; সে যাহা যাহা করিয়াছে, তাহার প্রতি তদনুসারে কর; কেননা সে সদাপ্রভুর বিরুদ্ধে, ইস্রায়েলের পবিত্রতমের বিরুদ্ধে, দর্প করিয়াছে।