বিচারকর্তৃগণ 9:6 - পবিত্র বাইবেল O.V. (BSI)6 পরে শিখিমের সমস্ত গৃহস্থ এবং মিল্লোর সমস্ত লোক একত্র হইয়া শিখিমস্থ স্তম্ভের এলোন বৃক্ষের কাছে গিয়া অবীমেলককে রাজা করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 পরে শিখিমের সমস্ত গৃহস্থ এবং মিল্লোর সমস্ত লোক একত্র হয়ে শিখিমস্থ স্তম্ভের এলোন গাছের কাছে গিয়ে আবিমালেককে বাদশাহ্ করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 পরে শিখিম ও বেথ-মিল্লোর সব নাগরিক শিখিমের সেই বিশাল গাছটির পাশে অবস্থিত স্তম্ভের কাছে একত্রিত হয়ে অবীমেলককে রাজপদে অভিষিক্ত করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 তখন শেখেমের সমস্ত অধিবাসী এবং মিল্লো পরিবারের সকলে একত্র হয়ে শেখেমের শিলাস্তম্ভের কাছে ওক গাছের তলায় অবিমেলেককে রাজপদে বরণ করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 তারপর শিখিমের নেতারা আর মিল্লোর লোকরা সব একত্র হয়ে শিখিমে একটি বিরাট গাছের নীচে অবীমেলককে রাজা হিসাবে মেনে নিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 পরে শিখিমের সব বাড়ির লোক এবং মিল্লোর সব লোক জড়ো হয়ে শিখিমস্থ স্তম্ভের এলোন গাছের কাছে গিয়ে অবীমেলককে রাজা করল। অধ্যায় দেখুন |