বিচারকর্তৃগণ 9:52 - পবিত্র বাইবেল O.V. (BSI)52 পরে অবীমেলক সেই দুর্গের কাছে উপস্থিত হইয়া তাহার বিরুদ্ধে যুদ্ধ করিল, এবং তাহা অগ্নি দ্বারা পোড়াইয়া দিবার জন্য দুর্গের দ্বার পর্য্যন্ত গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস52 পরে আবিমালেক সেই উচ্চগৃহের কাছে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করলো এবং তা আগুন দিয়ে পুড়িয়ে দেবার জন্য উচ্চগৃহের দ্বার পর্যন্ত গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ52 অবীমেলক দুর্গের কাছে গিয়ে সেটি আক্রমণ করল। কিন্তু যেই না সে দুর্গে আগুন লাগানোর জন্য দুর্গ-দুয়ারের দিকে গেল, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)52 অবিমেলেক গিয়ে দুর্গ আক্রমণ করে দুর্গে আগুন লাগানোর জন্য দুর্গদ্বারে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল52 অবীমেলক দুর্গ আক্রমণ করলেন এবং দুর্গটা আগুন দিয়ে জ্বালিয়ে দেবার জন্য দুর্গের দরজার কাছে গেলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী52 পরে অবীমেলক সেই দূর্গের কাছে গিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করল এবং তা আগুন দিয়ে পুড়িয়ে দেবার জন্য দূর্গের দরজা পর্যন্ত গেল। অধ্যায় দেখুন |