বিচারকর্তৃগণ 9:43 - পবিত্র বাইবেল O.V. (BSI)43 সে লোকদিগকে লইয়া তিন দল করিয়া ক্ষেত্রমধ্যে লুকাইয়া রহিল; পরে সে চাহিয়া দেখিল, আর দেখ, লোকেরা নগর হইতে বাহির হইয়া আসিতেছিল; তখন সে তাহাদের বিরুদ্ধে উঠিয়া তাহাদিগকে আঘাত করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস43 সে লোকদেরকে নিয়ে তিন দল করে ক্ষেতের মধ্যে লুকিয়ে রইলো; পরে সে চেয়ে দেখলো লোকেরা নগর থেকে বের হয়ে আসছে; তখন সে তাদের বিরুদ্ধে উঠে তাদেরকে আঘাত করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ43 অতএব সে তার লোকজনদের নিয়ে, তাদের তিনটি দলে বিভক্ত করে ক্ষেতে গোপনে ঘাঁটি গেড়ে থাকল। সে যখন দেখল যে লোকেরা নগর থেকে বেরিয়ে আসছে, তখন সে তাদের আক্রমণ করার জন্য উঠে পড়ল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)43 অবিমেলেক তখন তার অনুগামীদের তিন দলে ভাগ করে প্রান্তরে গিয়ে লুকিয়ে রইল ও তাদের অপেক্ষা করতে লাগল। তারপর নগরের লোকদের বেরিয়ে আসতে দেখে সে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং সঙ্গীদের নিয়ে ছুটল নগর-দ্বার দখল করতে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল43 তিনি তাঁর লোকদের তিনটি দলে ভাগ করলেন। শিখিমের অধিবাসীদের তিনি হঠাৎ আক্রমণ করতে চেয়েছিলেন। সেই জন্য তিনি তাঁর লোকজনকে মাঠে লুকিয়ে রাখলেন। যখন তিনি দেখলেন লোকরা শহর থেকে বেরিয়ে পড়ছে, তিনি তাদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী43 সে লোকদেরকে নিয়ে তিনটে দল করে মাঠের মধ্যে লুকিয়ে থাকল; পরে সে চেয়ে দেখল, আর দেখ, লোকেরা নগর থেকে বের হয়ে আসছিল; তখন সে তাদের বিরুদ্ধে উঠে তাদেরকে আঘাত করল। অধ্যায় দেখুন |