বিচারকর্তৃগণ 8:8 - পবিত্র বাইবেল O.V. (BSI)8 পরে তিনি তথা হইতে পনূয়েল উঠিয়া গিয়া তথাকার লোকদের কাছেও সেইরূপ কহিলেন, তাহাতে সুক্কোতের লোকেরা যেরূপ উত্তর করিয়াছিল, পনূয়েলের লোকেরাও তাঁহাকে সেইরূপ উত্তর করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 পরে তিনি সেই স্থান থেকে পনূয়েলে উঠে গিয়ে সেই স্থানের লোকদের কাছেও সেই একই অনুরোধ করলেন, তাতে সুক্কোতের লোকেরা যেরকম উত্তর দিয়েছিল, পনূয়েলের লোকেরাও তাঁকে সেরকম উত্তর দিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 সেখান থেকে তিনি পনূয়েলে গেলেন এবং সেখানকার লোকদের কাছেও একই অনুরোধ জানালেন, কিন্তু তারাও সুক্কোতের লোকদের মতোই উত্তর দিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 সেখান থেকে তিনি পনুয়েলে গেলেন এবং সেখানকার লোকদের কাছেও একই আবেদন জানালেন, কিন্তু সুক্কোতের লোকেরা যেমন জবাব দিয়েছিল, পনুয়েলের লোকেরাও একই জবাব দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 সুক্কোৎ শহর থেকে বেরিয়ে গিদিয়োন চলে গেল পনুয়েল শহরে। সুক্কোতবাসীদের কাছে সে যেমন খাদ্য চেয়েছিল তেমনি পনূয়েলবাসীদের কাছেও খাদ্য চাইল। তারাও সুক্কোতের লোকদের মতো একই কথা বলল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 পরে তিনি সেখান থেকে পনূয়েলে উঠে গিয়ে সেখানকার লোকদের কাছেও সেইভাবে বললেন, তাতে সুক্কোতের লোকেরা যেরকম উত্তর দিয়েছিল, পনূয়েলের লোকেরাও তাঁকে সেই রকম উত্তর দিল। অধ্যায় দেখুন |