বিচারকর্তৃগণ 6:39 - পবিত্র বাইবেল O.V. (BSI)39 আর গিদিয়োন ঈশ্বরকে কহিলেন, আমার প্রতিকূলে আপনার ক্রোধ প্রজ্বলিত না হউক, আমি কেবল আর একটী বার কথা কহি; বিনয় করি, লোম দ্বারা আমাকে আর একটী বার পরীক্ষা লইতে দিউন; এখন কেবল লোমের উপরে শুষ্কতা হউক, আর সকল ভূমির উপরে শিশির পড়ুক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস39 আর গিদিয়োন আল্লাহ্কে বললেন, আমার বিরুদ্ধে তোমার ক্রোধ প্রজ্বলিত না হোক, আমি কেবল আর একটিবার কথা বলি; আরজ করি, লোম দ্বারা আমাকে আর একটিবার পরীক্ষা নিতে দাও; এখন কেবল লোম শুকনো থাকুক, আর সকল ভূমির উপরে শিশির পড়ুক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ39 তখন গিদিয়োন ঈশ্বরকে বললেন, “আমার উপর ক্রুদ্ধ হোয়ো না। আমাকে আর একটিমাত্র অনুরোধ জানাতে দাও। পশম নিয়ে আমাকে আর একটি পরীক্ষা করার অনুমতি দাও, কিন্তু এবার পশমের টুকরোটিকে শুকনো করে রাখো এবং মাঠে যেন শিশির ছড়িয়ে থাকে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)39 গিদিয়োন ঈশ্বরের কাছে আবার নিবেদন করলেন, আমার উপর ক্রুদ্ধ হবেন না, আপনার কাছে আমার আর একটি মিনতি আছে। এই মেষলোম দিয়ে আমার আর একবার পরীক্ষা করতে দিন। এবারে মেষলোম যেন শুক্নো থাকে, এবং জমির অন্যত্র যেন শিশির পড়ে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল39 গিদিয়োন ঈশ্বরকে বলল, “হে প্রভু আমার প্রতি ক্রুদ্ধ হবেন না। আমি আপনার কাছে শুধু আর একটি জিনিস চাইব। মেষের ছাল নিয়ে আর একবার আপনাকে পরীক্ষা করতে দিন। এবারে ছালটা যেন শুকিয়ে যায় আর চারিদিকের মাটি যেন শিশিরে ভিজে থাকে।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী39 আর গিদিয়োন ঈশ্বরকে বললেন, “আমার বিরুদ্ধে আপনার রাগ প্রজ্বলিত না হোক, আমি শুধু আর একবার কথা বলব; অনুরোধ করি, লোমের মাধ্যমে আমাকে আর একবার পরীক্ষা নিতে দিন; এখন শুধু লোম শুকনো হোক, আর সব ভূমির উপরে শিশির পড়ুক।” অধ্যায় দেখুন |