Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 5:27 - পবিত্র বাইবেল O.V. (BSI)

27 সে তাঁহার চরণে হেঁট হইয়া পড়িল, লম্বমান হইল; তাঁহার চরণে হেঁট হইয়া পড়িল; যেখানে হেঁট হইল, তথায় মরিয়া পড়িল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

27 সে তাঁর চরণে হেঁট হয়ে পড়লো, লম্বমান হল; তাঁর চরণে হেঁট হয়ে পড়লো; যেখানে হেঁট হল, সেই স্থানে মরে পড়ে রইলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

27 তিনি যায়েলের পদাবনত হলেন, পতিত হলেন; যেখানে তিনি পদাবনত হলেন, সেখানেই মরে পতিত হয়ে রইলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

27 সে এলিয়ে পড়ল, তাঁর পায়ের তলায়।, নিথর হয়ে গেল তার দেহ যেখানে সে এলিয়ে পড়েছিল, সেখানেই রচিত হল তাঁর শেষ শয্যা। সেখানেই মরে পড়ে রইল সে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 যায়েলের পায়ে মাথা গুঁজে দিয়ে পড়ে গেল সীষরা। ভূতলশায়িত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল এক চরম বিপর্যয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 সে তাঁর পায়ে হেঁট হয়ে পড়ল, লম্বা হয়ে শুয়ে পড়ল আর যেখানে হেঁট হল, সেখানে মারা গেল।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 5:27
5 ক্রস রেফারেন্স  

কেননা যে ব্যক্তি দয়া করে নাই, বিচার তাহার প্রতি নির্দ্দয়; দয়াই বিচারজয়ী হইয়া শ্লাঘা করে।


‘দেখ, ঐ ব্যক্তি ঈশ্বরকে আপন বল করিত না, সে আপনার ধনবাহুল্যে নির্ভর করিত; সে দুষ্টতায় আপনাকে বলবান করিত।’


কেননা যেরূপ বিচারে তোমরা বিচার কর, সেইরূপ বিচারে তোমরাও বিচারিত হইবে; এবং যে পরিমাণে পরিমাণ কর, সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা যাইবে।


তিনি গোঁজে হস্ত দিলেন। কর্ম্মকারের মুদগরে দক্ষিণ হস্ত দিলেন; তিনি সীষরাকে মুদগর মারিলেন, তাহার মস্তক বিদ্ধ করিলেন, তাহার কাণপাটি ভাঙ্গিলেন, বিদ্ধ করিলেন।


সীষরার মাতা গবাক্ষ দিয়া চাহিল, সে বাতায়ন হইতে ডাকিয়া কহিল, তাহার রথ আসিতে কেন বিলম্ব করে? তাহার রথচক্র কেন মন্দ মন্দ চলে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন