বিচারকর্তৃগণ 20:7 - পবিত্র বাইবেল O.V. (BSI)7 দেখ, তোমরা সকলেই ইস্রায়েল-সন্তান; অতএব এ বিষয়ে আপন আপন মত বলিয়া মন্ত্রণা স্থির কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 এখন হে বনি-ইসরাইলরা, আপনারা এই বিষয়ে আলোচনা করে আপনাদের মতামত দিন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 এখন তোমরা, ইস্রায়েলীরা সবাই, চিৎকার করে ওঠো ও আমায় বলো তোমরা কী করার সিদ্ধান্ত নিলে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 তোমরা সকলেই ইসরায়েলী, তোমরাই বিচার-বিবেচনা করে স্থির কর যে, এ বিষয়ে কি করা উচিত! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 এখন তোমরা ইস্রায়েলীয়রা বলো আমাদের কি করা উচিৎ। এ বিষয়ে তোমাদের মতামত কি বলো।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 দেখ, তোমরা সবাই ইস্রায়েল সন্তান; অতএব এ বিষয়ে নিজের নিজের মতামত বলে মন্ত্রণা স্থির কর। অধ্যায় দেখুন |